• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: সিলেটে বিএনপি মহাসচিব

The Wall News.Com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: সিলেটে বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়।’

তিনি বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধায় সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে।

উল্লেখ্য, ব্যক্তিগত সফরে বুধবার সন্ধ্যায় সিলেট পৌঁছান বিএনপি মহাসচিব।