• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বর্ণিল আয়োজনে সিলেটে পালন হচ্ছে বড়দিন

The Wall News.Com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪
বর্ণিল আয়োজনে সিলেটে পালন হচ্ছে বড়দিন

নিজস্ব প্রতিবেদক


সিলেটে বর্ণিল আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে খৃষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। বুধবার সকাল থেকেই নতুন জামাকাপড় পরে গির্জাগুলোতে ভিড় করেন খ্রিষ্টান ধর্মালম্বীরা।

বড়দের পাশাপাশি শিশুরাও মেতে ওঠেন উচ্ছ্বাসে। সকাল সাড়ে ১০ টায় সিলেটের প্রেস বিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে গান পরিবেশন করা হয়। \

সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চের ফাদার নিঝুম সাংমা বলেন, সিলেট একটি সম্প্রীতির নগরী। শুধু ধর্মীয় সম্প্রীতি নয়, রাজনৈতিকভাবেও সিলেট সম্প্রীতির শহর। আমরা প্রার্থনা করেছি যাতে সুন্দরভাবে বড়দিন উদযাপন করতে পারি। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুটা ভয়ে ছিলাম, ধর্মীয় উৎসব পালন করতে পারব কি না৷ কিন্তু আমরা যথারীতি উৎসব পালন করছি। আমরা আশা করি, সিলেটে মুসলিম- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা বিগত সময়ে যেভাবে একসাথে ছিলেন, সবাই যেন আগামীতেও একইভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকেন।

সকালে সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চে উপস্থিত হোন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় বিএনপির জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বড়দিন ঘিরে দিনব্যাপী রয়েছে কেক কাটা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল সংকট কাটিয়ে পৃথিবী হয়ে উঠবে নির্মল এমন প্রত্যাশা সকলের।