• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

৯ মাস পর প্রেক্ষাগৃহে ফিরছেন জয়া আহসান

The Wall News.Com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪
৯ মাস পর প্রেক্ষাগৃহে ফিরছেন জয়া আহসান

ওয়াল নিউজ ডেস্ক


বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বেশকিছু সিনেমা। এর মধ্যে আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত গল্পের এই সিনেমা দিয়ে প্রায় দীর্ঘ নয় মাস পর প্রেক্ষাগৃহে ফিরছেন জয়া আহসান।

জয়া আহসান বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বরের ২৭ তারিখ মুক্তি পাচ্ছে নকশি কাঁথার জমিন। প্রচণ্ড অন্তর্মুখী রাহেলা যেন আজীবন অভিশপ্ত। ভীষণ আবেগের মূহূর্তেও তার মুখ পাথরের মতো অভিব্যক্তিহীন। চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে না। নকশি কাঁথার জমিন কোনো গল্প না এটি একটি দৃশ্যকাব্য। এক অনন্য অভিজ্ঞতার স্বাদ পেতে আপনারা হলে গিয়ে আমাদের সিনেমাটি দেখুন।’

‘নকশী কাঁথার জমিন’ সিনেমায় জয়া আহসান ছাড়াও তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। অন্যান্য চরিত্রে আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি প্রমুখ।