• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা

The Wall News.Com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪
বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক


এবারের বিপিএল আসরের ব্যাট-বলের লড়াই ৩০ ডিসেম্বর থেকে শুরু হলেও ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিপিএলের আমেজ। আজ (২৩ ডিসেম্বর) মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট। এই অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় আসিফ বলেন, ‘আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

একই অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘আজকে মিউজিক ফেস্টটা শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় যে এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি।’

‘অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা সেটা শুরু করবো, আমি সবচেয়ে বেশি আশা করবো তারা (দলগুলো) যেন খুব ভালোভাবে অংশ নেয়।’-যোগ করেন তিনি।

বিপিএলের এই মিউজিক ফেস্টে গাইবেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়াও দেশি বেশ কিছু ব্যান্ড ও সংগীত শিল্পীও আছেন এই আয়োজনে।