• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস

The Wall News.Com
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪
নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস

ওয়াল নিউজ ডেস্ক


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের পদ দেওয়া হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) নাগরিক কমিটির মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলম কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত হল।

এর আগে, সারজিস আলমকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সদস্য সচিব পদ দেওয়া হয়।