• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে পৌঁছেছে আয়ারল্যান্ড প্রমীলা ক্রিকেট দল

The Wall News.Com
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪
সিলেটে পৌঁছেছে আয়ারল্যান্ড প্রমীলা ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা তিনটায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছায় দলটি। এর আগে, বেলা ২টার দিকে সিলেটের মাটিতে পা রাখে নিগার সুলতানা জ্যোতির দল।

সিলেট বিমানবন্ধর থেকে দুই দলই সরাসরি চলে যায় পাঁচ তারকা হোটেল ‘গ্র্যান্ড সিলেট হোটেল এণ্ড রিসোর্টে’। আজ সেখানেই বিশ্রাম করবে উভয়দল।

সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।