
স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত দৃষ্টিহীন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে রানার্স আপ হয়েছে বাংলাদেশ দৃষ্টিহীন ক্রিকেট দল।
মঙ্গলবার মুলতানে স্বাগতিক পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। লাহোর ও মুলতানে অনুষ্ঠিত টুর্নামেন্টের চতুর্থ আসরে অংশ নিয়েছিল ছয়টি দেশ- পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
উল্লেখ্য, ২০২২ সালে ভারতে অনুষ্ঠিত আগের আসরেও বাংলাদেশ রানার্স আপ হয়েছিল।