• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতে বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে পাগলায় বিক্ষোভ কাল

The Wall News.Com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
ভারতে বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে পাগলায় বিক্ষোভ কাল

শান্তিগঞ্জ প্রতিনিধি


বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দিয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সচেতন ছাত্র ও যুবসমাজ। আগামীকাল মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার পাগলা বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা।

বিক্ষোভ কর্মসূচির ব্যাপারে স্থানীয় গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ জানান, ‘ভারতীয় উগ্রপন্থি হিন্দুরা বাংলাদেশের উপ দূতাবাসে হামলা চালিয়ে ভিয়েনা কনভেনশন ভঙ্গ করেছে। এছাড়া দূতাবাসের পতাকা ছিঁড়ে চরম দৃষ্টতা দেখিয়েছে। এই ঘৃণ্য অপকর্মের প্রতিবাদেই ‘ভারতীয় আগ্রাসন বিরোধী সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে আগামীকাল বিকাল ৩ টায় পাগলা বাজারে এই কর্মসূচি পালিত হবে।’