• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নভেম্বর রেকর্ড সংখ্যক আক্রান্ত

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪
সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নভেম্বর রেকর্ড সংখ্যক আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক


সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। শুধু নভেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ১৩৯জন। যা চলতি বছরের গত ১০ মাসের প্রায় সমান। গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬৯জন। সিলেট বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালকের কার্যলয়ের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৪জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৮ জনে। তবে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সিলেটে এবছর ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০৮ জন। এরমধ্যে সিলেটে ৭৩জন, সুনামগঞ্জে ৩৫জন, মৌলভীবাজারে ২৪জন এবং হবিগঞ্জে ১৬৭ জন। এছাড়াও নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী ও ঢাকার আরও ৯জন সিলেটে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেন, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৭জন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ বছর এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।