• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৪
র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক


ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর দপ্তর, সিলেট হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী এলাকার বাসিন্দা আব্দুল হাই এর ছেলে মো. তফছির মিয়া (২২) এবং নওগাঁ জেলার বদলগাছী উপজেলার দড়িয়াপুর গ্রামের বাসিন্দা মোসলেম মন্ডলের ছেলে মো. বিপ্লব হোসেন (৩৬)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, গোপন সংবাদের ভিত্তিতে আজ (২৯ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান
পরিচালনা করে র‌্যাব-৯, সিপিসি-১, কোম্পানীর একটি আভিযানিক দল। অভিযানে ৪৪.১ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।