• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শাবিপ্রবি’তে আসন খালি, ফের ভর্তির আহ্বান

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪
শাবিপ্রবি’তে আসন খালি, ফের ভর্তির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, সিলেট


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসন খালি থাকায় ফের ভর্তির আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পঞ্চম ধাপের ভর্তি কার্যক্রম। রোববার (২৪ নভেম্বর) শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যেসব শিক্ষার্থী পঞ্চম পর্যায়ে জিএসটি ওয়েবসাইটে পাঁচ হাজার টাকা জমা দিয়ে শাবিপ্রবিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন অথবা অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনে শাবিপ্রবিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন তাদের আগামী ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সশরীরে উপস্থিতি হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এ সময় কোনো শিক্ষার্থী উপস্থিত হতে না পারলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

তিনি আরও জানান, যে সব শিক্ষার্থী প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন, তাদের চূড়ান্ত ভর্তি বাবদ ১৩ হাজার, এসএসসি ও এইচএসসি মূল মার্কশিট নিয়ে আসতে হবে। এছাড়া শিক্ষার্থীদের ব্লাড গ্রুপের প্রমাণপত্র হিসেবে ব্লাড গ্রুপ টেস্ট রিপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গ নিয়ে আসতে হবে।

কোটায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদেরও সংশ্লিষ্ট কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

এছাড়া পঞ্চম পর্যায়ে যেসব শিক্ষার্থী মাইগ্রেশন হয়ে অন্য বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের চূড়ান্ত ভর্তির প্রমাণসহ সশরীরে উপস্থিত হয়ে নতুন বিভাগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।