• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটের বন্যা মোকাবেলায় ভেঙে ফেলা হবে ইটনা–মিঠামইন–অষ্ট্রগ্রাম সড়ক

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪
সিলেটের বন্যা মোকাবেলায় ভেঙে ফেলা হবে ইটনা–মিঠামইন–অষ্ট্রগ্রাম সড়ক

নিজস্ব প্রতিবেদক


মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘সিলেটের নদ-নদীতে অবাধ পানি প্রবাহ নিশ্চিত করতে এবং সিলেটের বন্যা মোকাবেলায় প্রয়োজনে কিশোরগঞ্জের ইটনা–মিঠামইন–অষ্ট্রগ্রাম সড়কের বেশ কিছু অংশ ভেঙে ফেলা হবে। এজন্য আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।’

শনিবার (২৩ নভেম্বর) সকালে সিলেটে নগরীর খ্যান প্যালেস কনভেনশন হলে ‘হাওরে মৎস্যসম্পদ রক্ষায় স্টেকহোল্ডার্স কনসাল্টেশন ওয়ার্কশপ’ অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আধুনিকতা ও উন্নয়নের নামে হাওরে অপরিকল্পিতভাবে বাঁধ ও রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে।ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর ও মৎসসম্পদ। এতেকর পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হওয়ায় প্রতিনিয়ত বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে।’

এর আগে, কর্মশালায় হাওর অধ্যুষিত ৭টি জেলা থেকে আগত সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় হাওর ও মৎসসম্পদ রক্ষায় বিভিন্ন দাবির কথাও উল্লেখ করেন তারা।

প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা।