• ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক কাউন্সিলরের মা ও ভাই নিহত

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪
নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক কাউন্সিলরের মা ও ভাই নিহত

ওয়াল নিউজ ডেস্ক


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌরসভার বাসিন্দা, একাধিকবার নির্বাচিত সাবেক কাউন্সিলর গয়াহরি গ্রামের প্রাণেশ দেবের মা অনিমা রানী দেব (৭৫) ও তার ভাই নিপেশ চন্দ্র দেব (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার সকালে বাথরুমে স্নান করতে গিয়ে মা বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাচাতে গিয়ে প্রাণ হারান ছেলেও।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামের বাসিন্দা দুর্গা চরণ দেব এর স্ত্রী অনিমা রানী দেব ঘরের মধ্যে বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার চিৎকারে ছেলে নিপেশ চন্দ্র দেব ও স্বামী দুর্গা চরণ দেব ছুটে যান। এ সময় প্রাণ বাঁচানোর জন্য নিপেশ চন্দ্র দেব মাকে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে অলৌকিকভাবে বেঁচে যান দুর্গা চরণ দেব। পরে অচেতন অবস্থায় মা ও ছেলেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে গয়াহরি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাবেক পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক প্যানেল মেয়র এটিএম সালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার লোকজন।
নবীগঞ্জ থানার পুলিশ ইতোমধ্যে মৃতদের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই দুই মরদেহ দাহ করার আবেদন করেছেন বলে জানা গেছে।