• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে সিএনজি চালক সুজিত হত্যা: ৩ আসামী গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪
জগন্নাথপুরে সিএনজি চালক সুজিত হত্যা: ৩ আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের আলোচিত সিএনজি চালক সুজিত দাস হত্যা মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার ( ১৯ নভেম্বর) হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর দপ্তর, সিলেট হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মারফত জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের আলোচিত সিএনজি চালক সুজিত দাস হত্যা মামলার ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শালদিঘা এলাকার আনছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জের সদর উপজেলার মৃত. তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার পনারআব্দা এলাকার মো. শিবলু মিয়া (২০)।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার রানীগঞ্জ বাজারের অটোস্ট্যান্ডে প্রায় এক মাস ধরে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন সুজিত দাস। ঘটনার দিন (১৬ নভেম্বর) বিকেলে তিনি তার সিএনজি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুরে যান। আনুমানিক রাত ৯টার সময় স্থানীয়রা রানীগঞ্জ সেতুর উপর রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা লাশ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই শত শত মানুষ সেতু এলাকায় ভিড় করেন। স্থানীয়দের ধারণা সিএনজি ছিনতাই করতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের ভাই সুবাস দাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।