• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নগরে চার ছিনতাইকারী ও দুই জুায়াড়ি আটক

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪
নগরে চার ছিনতাইকারী ও দুই জুায়াড়ি আটক

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটে চার ছিনতাইকারী ও দুই জুায়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দ পুলিশ। শুক্র ও শনিবারের অভিযানে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান। আটক চার ছিনতাইকারী হলো- সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার পানিছড়া গ্রামের মনাফ মিয়ার ছেলে সাহেদ আহমদ (২০), একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মনাফ মিয়া (৫৫), বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁওয়ের আলতাব হোসেন আলতাফের ছেলে কামরুল (২৩) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার নান্দিনা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. সাগর (২৬)। আটককালে তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৭৪ হাজারের মাঝে ৪৩ হাজার টাকা ও ২টি ধারালো চাকু জব্দ করে পুলিশ।
পুলিশ জানায় শুক্রবার দুপুর দুইটার দিকে নগরের সুরমা মার্কেটের সামন দিয়ে দুই ব্যক্তি হেটে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৭৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জড়িত চার ছিনতাইকারীকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
অপরদিকে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে মহানগর গোয়েন্দা টিম এয়ারপোর্ট থানাধীন চাষনী পীরের মাজার রোডস্থ শানু মিয়ার রিকশার গ্যারেজের ভিতরে খেলারত অবস্থায় দুই জুয়াড়িকে আটক করে। তারা হলো- মহানগরের এভারগ্রিন ঝেরঝেরিপাড়ার কিতাব আলীর ছেলে মো. জিয়া মিয়া (৪৩) ও রায় হোসেন এলাকার আইয়ুব আলীর ছেলে খোরশেদ আলম (৪১)। পরে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।