• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইউনূস সরকার কাজের রূপরেখা দিক : ব্রিটিশ মন্ত্রী

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪
ইউনূস সরকার কাজের রূপরেখা দিক : ব্রিটিশ মন্ত্রী

ওয়াল নিউজ ডেস্ক


জাতীয় সমঝোতার পথে অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকারের ভবিষ্যৎ কাজের রূপরেখা প্রত্যাশা করেছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদের হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্যও সমান সুযোগ সৃষ্টির উদ্যাগ ব্রিটেন চায় কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “অবশ্যই এবং আমরা চাই, সবকিছু কীভাবে এগিয়ে যাবে, সেটার রূপরেখা অধ্যাপক ইউনূস সরকার দেবে এবং পরবর্তী ধাপে যাওয়ার যাত্রায় যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে সহায়তা করতে চাইবে।”
দুদিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন ক্যাথেরিন ওয়েস্ট। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গেও বৈঠক করেন তিনি। ব্রিটিশ মন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা জানি আইনশৃঙ্খলা পুনরূদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত এবং জাতীয় আপসরফার ক্ষেত্রে অন্তর্র্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এসব উদ্দেশ্য সাধনে যুক্তরাজ্য সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। “এবং আমরা জানি, বাংলাদেশ এবং যুক্তরাজ্যের জনগণের সঙ্গে জনগণের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।”
ক্যাথেরিন ওয়েস্ট বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনায় ‘আরও ভালো গণতান্ত্রিক ভবিষ্যতের পথে’ অন্তর্র্বর্তী সরকারের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন তিনি। “যেহেতু বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের খুবই জোরালো ও অবিচল সম্পর্ক রয়েছে, সে জায়গা থেকে আমরা ঘনিষ্ঠ অংশীদারত্ব প্রতিষ্ঠা এবং সেই সম্পর্কের ভিত্তিতে নতুন ক্ষেত্র তৈরি করতে চাই।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি, তবে আমরা সরকারকে সহায়তা করতে চাই। কেননা, তারা একটি রূপান্তরের সময়ে রয়েছে। “অন্তর্র্বর্তীকালীন সরকার যেসব কাজ করছে, সবক্ষেত্রে আমরা তাদের সহায়তা করতে চাই।”
ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনার বিষয়ে এক প্রশ্নে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ দেন তিনি। একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য, ওষুধ, শিক্ষা ও ঘর নির্মাণে আরো ১ কোটি পাউন্ড সহায়তার ঘোষণা দেন ক্যাথেরিন ওয়েস্ট।