• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা শুক্রবার, প্রধান বক্তা সৈয়দ তালহা

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪
শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা শুক্রবার, প্রধান বক্তা সৈয়দ তালহা

নোহান আরেফিন নেওয়াজ, শান্তিগঞ্জ


আগামী ২২ই নভেম্বর গণ সংবর্ধনা ও কাউন্সিলের আয়োজন করতে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখা (ওয়াক্কাস গ্রুপ)। গণসংবর্ধনা ও কাউন্সিল সফল করতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা জমিয়তের নেতাকর্মীরা।

এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, লিফলেট বিতরণ, প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সহ নানামূখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

গণ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুস শহীদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের সম্ভাব্য এমপি প্রার্থী সৈয়দ তালহা আলম। গণসংবর্ধনায় সভাপতিত্ব করবেন মাওলানা হোসাইন আহমদ।

এ ব্যাপারে সৈয়দ তালহা আলম বলেন, ‘শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল সফল করতে দলের দায়িত্বশীল নেতাকর্মীরা নিরলস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জমিয়তের সকল ইউনিটের নেতাকর্মীকে উপস্থিত থেকে গণসংবর্ধনা সফল করতে আহ্বান জানিয়েছেন সৈয়দ তালহা আলম।’