• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে ৬৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪
সিলেটে ৬৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ওয়াল নিউজ ডেস্ক


সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় থেকে ফের ৬৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১৪ ও ১৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের মধ্য রয়েছে- ভারতীয় নিভিয়া ক্রিম, অলিভ অয়েল, সাবান, কম্বল, সার, রসুন, বিড়ি, প্রাইভেটকার, মোটরসাইকেল, ট্রলি গাড়ী, মদ, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা। এসবের আনুমানিক বাজার মূল্য ৬৩ লাখ ৮১ হাজার ৭৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।