• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে রায়হান হত্যা মামলা : প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪
জগন্নাথপুরে রায়হান হত্যা মামলা : প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ঘটনার ১২ দিন পর আহত রায়হান মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের সুয়েল মিয়ার ছেলে শাওন মিয়া (১৩) ও একই গ্রামের কাওছার মিয়ার ছেলে শহীদ আলম (১৫)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারদের মধ্যে শাওন হত্যা মামলার প্রধান আসামি। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, তিন মাস আগে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শাফিকুর রহমানের ছেলে রায়হানের সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে ২৭ অক্টোবর গ্রামের রাস্তায় রায়হানকে দেখে শাওন মিয়া গালাগালি শুরু করেন। এক পর্যায়ে মারামারিতে রায়হান গুরুত্বর আহত হন। পরে ওই কিশোরকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ৭ নভেম্বর রায়হানকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার অবস্থায় অবনতি দেখা দিলে তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক রায়হান মিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে, মারামারির ঘটনার পর রায়হানের মা রুমি বেগম বাদী হয়ে ৬ জনের নামে ৩ নভেম্বর জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।