ওয়াল নিউজ ডেস্ক
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভায় দু’পক্ষের সংঘর্ষে ৬ জন ছাত্র আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা হওয়ার কথা ছিল বৃহস্পতিবার সকালে। এজন্য সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা শিল্পকলা একাডেমিতে আসতে শুরু করেন। সকাল সাড়ে ১১টায় একটি পক্ষ নবগঠিত কমিটিতে বঞ্চিত দাবি করে শিল্পকলায় প্রবেশ করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে একপর্যায়ে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ছাত্রদের প্রোগ্রামকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এঘটনায় দু’পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com