• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শেখঘাটে রেফ্রিজারেটর বিস্ফোরণে আহত ৭

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৪
শেখঘাটে রেফ্রিজারেটর বিস্ফোরণে আহত ৭

ওয়াল নিউজ ডেস্ক


সিলেট নগরের শেখঘাট এলাকায় মিষ্টিজাত সামগ্রী বিক্রয় করা ‘স্বাদ’ নামের একটি প্রতিষ্ঠানের কফি শপে বিস্ফোরণ থেকে আগুনে পথচারীসহ সাতজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরের জিতু মিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে কফি শপের রেফ্রিজারেটর বিস্ফোরণ ঘটে। এতে কফি শপের কাঁচের দরজাসহ বিভিন্ন কাঁচের উপকরণ ভেঙে রাস্তায় পড়ে। একপর্যায়ে আগুন লেগে যায়। এ সময় কফি শপে থাকা কর্মচারী, পথচারীসহ সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের পরিচয় জানা যায়নি।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, আহতদের তিনজনের শরীরের কিছু অংশ ঝলসে গেছে। তাদের চোখে কাচ জাতীয় কিছুর আঘাত লেগেছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।