• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসীর মৃত্যু

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৪
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসীর মৃত্যু

ওয়াল নিউজ ডেস্ক


মৌলভীবাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমেরিকা প্রবাসী সাকিব চৌধুরী সোহান (১৭) নামে এক যুবক মারা গেছে। বুধবার রাতে সদর উপজেলার কামালপুর নতুন ব্রিজ এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব মৌলভীবাজার উপজেলার আখাইলকুরা গ্রামের মৃত কমরু মিয়া চৌধুরীর ছেলে।
নিহত সোহানের মামা এমদাদুর রহমান রেনু জানান, সোহান কিছুদিন আগে তার মাকে নিয়ে আমেরিকা থেকে দেশে বেড়াতে এসেছে। বুধবার রাতে সে তার নানাবাড়ি নালিহুরী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কামালপুর নতুন ব্রিজ এর মধ্যস্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।