• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাগলে গাছ খাওয়া নিয়ে বিরোধে প্রাণ হারালেন নারী

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৪
ছাগলে গাছ খাওয়া নিয়ে বিরোধে প্রাণ হারালেন নারী

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছাগলে কদম গাছের পাতা খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় শামছুন্নাহার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
বুধবার মধ্যরাতে উপজেলার বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার বিকালে বাজিতপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে নুরুন্নেছার পোষা ছাগল তার চাচাতো ভাই পাশের বাড়ির জনিক মিয়ার কদম গাছের চারার পাতা খেয়ে ফেলে। এ নিয়ে রাতে প্রথমে উভয়পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাত ৯টার দিকে দেশীয় অস্ত্রসহ উভয়পক্ষের মারামারি শুরু হয়। এসময় প্রতিপক্ষের লোকজন নুরুন্নেছার বোন শামছুন্নাহারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হন আক্তারুন্নেছা, মমতাজ, নুরুন্নেছা ও তাদের বোনজামাই রাজিব মিয়া। তাদেরকে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে তাদেরকে স্থানান্তর করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি চারা গাছের পাতা ছাগলে খাওয়া নিয়ে স্বজনদের মধ্যে মারামারিতে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শামছুন্নাহারের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।