• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪
সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ওয়াল নিউজ ডেস্ক


সিলেট তামাবিল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো সাদিকুর রহমান (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় তামাবিল মহাসড়কের ১০ নং কূপ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাংক কর্মকর্তার মো সাদিকুর রহমান হলেন, উপজেলার চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিম চটি) গ্রামের মৃত হাজী লাল মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নিজ কর্মস্থল বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি, চতুল বাজার শাখা থেকে নিজ বাড়ীতে মোটরবাইক যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে ১০ নং কূপ এলাকায় পৌছা মাত্র বিপরীত দিক হতে আসা গেইটলক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলে যান চলাচল বন্ধ রয়েছে।