ওয়াল নিউজ ডেস্ক
সুনামগঞ্জের শাল্লায় ভোলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব চৌধুরীকে হত্যাকারী লাইসেন্স বিহীন ড্রাইভার হুমায়ুনকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শাল্লার প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্দ্যোগে শোকর্যালি, মানববন্ধন ও শোকসভা পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে শাল্লার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও বাহাড়া মধ্যের হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা রাণী তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম।
আরো বক্তব্য রাখেন প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাশ, জাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি তালুকদার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, আবু রায়হান এবং শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক তরুণ কান্তি দাস প্রমুখ।
এছাড়াও কর্মসূচীতে উপস্থিত ছিলেন শাল্লার শিক্ষক সমাজের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক রাজীব চৌধুরীর কোন এক্সিডেন্ট হয়নাই, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। অবৈধ যানের লাইসেন্স বিহীন ড্রাইভার হুমায়ুনের বক্তব্য শুনলে এবং সিসিটিভির ফুটেজ দেখলেই বুঝতে পারবেন এটা হত্যাকান্ড নাকি এক্সিডেন্ট? তাই প্রশাসনের নিকট অনুরোধ করছি ঘাতক ড্রাইভারকে অতিদ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অন্যতায় শিক্ষক সমাজ কঠোর আন্দোলন করতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে শোকসভার শুরুতে রাজীবের আত্মার শান্তি কামনায় সবাই দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
উল্লেখ্য যে, শিক্ষক রাজীব চৌধুরী সুনামগঞ্জ পিটিআইয়ে প্রশিক্ষণরত শিক্ষক ছিলেন। গত ৬ নভেম্বর রাত ৮টা ২১ মিনিটে পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাস্তা পারপার হওয়ার সময় লাইসেন্স বিহীন অবৈধ অটোর ধাক্কায় গুরুতর আহত হলে উপস্থিত পথচারীরা সুনামগঞ্জ সদর হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তার শারিরীক অবস্থান বুঝে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করেন। পরে ওসমানী মেডিকেলে লাইফ সাপোর্টে থাকাকালীন সেন্স না আসায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার মেট্রোপলিটন হসপিটালে ভর্তি করা হয়। পরবর্তীতে ৮ নভেম্বর রাত ১১:৪৫ মিনিটে ঐ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরন করেন রাজীব চৌধুরী। এরই প্রেক্ষিতে গত ১০ নভেম্বর রাজীব হত্যার প্রতিবাদ ও ঘাতক ড্রাইভার হুমায়ুনকে গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জ পিটিআইয়ের প্রশিক্ষণরত শিক্ষকরা মানববন্ধন ও রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর তাদের কর্মসূচী স্থগিত করেন।