• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি বাতিল চেয়ে সমাবেশ

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি বাতিল চেয়ে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে শহরের ট্রাফিক পয়েন্টে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ঘণ্টাব্যাপী আয়োজিত এক মানববন্ধনে এ কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থী সুমেল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ইয়াকুব হোসেন, শরিফ আহমদ, রাজন আহমদ, তৌহিদুল ইসলাম, সাব্বির রহমান প্রমুখ।

শিক্ষার্থীদের অভিযোগ, সুনামগঞ্জে রাজপথের প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে দুইজন বিভাগীয় সমন্বয়কের পছন্দের ব্যক্তিদের দিয়ে কমিটি করা হয়েছে। এখানে যারা আন্দোলনের শুরুতে ছিলেন বা আন্দোলনে যোগ দিয়ে যারা আহত হয়েছেন, যারা জেল খেটেছে্ন- তাদের কাউকেই কমিটিতে রাখা হয়নি।

তাই আগামী শুক্রবারের মধ্যে ‘বিতর্কিত’ এ কমিটি বাতিল করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।