• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অধঃপতন

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অধঃপতন

স্পোর্টস ডেস্ক


আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে খারাপ খবর পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার ৮ থেকে ৯ নম্বরে নেমে গেল তারা।

সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এলো বদল। সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে নয়ে ঠেলে আটে উঠে গেল আফগানরা।

এই সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিলো বাংলাদেশের, আফগানদের ছিলো ৮৫। আফগানিস্তান অবশ্য তিন সিরিজ ধরেই দারুণ খেলছে। শারজায় তারা একে একে হারালো আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে।

এক সময় ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরেও উঠেছিলো বাংলাদেশ। লম্বা সময় ধরে ছিল সাত নম্বরে। গত কয়েক বছরে আটের নিচে নামতে হয়নি তাদের। ক্রমাগত খারাপ খেলার ফলে সেই জায়গাটা নড়ে গেল লাল সবুজের প্রতিনিধিদের।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর একে একে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পিছিয়ে ১৩ নম্বরে আছে।