• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে প্রতিবাদ সমাবেশ : পাথর কোয়ারি খুলে দেয়ার দাবি

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪
ছাতকে প্রতিবাদ সমাবেশ : পাথর কোয়ারি খুলে দেয়ার দাবি

ওয়াল নিউজ ডেস্ক


বৃহত্তর সিলেট বিভাগের সকল পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কর্তৃক অবৈধভাবে ভাঙ্গা চুনাপাথর খোলা বাজারে বিক্রির প্রতিবাদে সুনামগঞ্জের ছাতকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) উদ্যোগে শনিবার বিকেলে শহরের পুরাতন বেবি স্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আই বিডব্লিউএফর পৌর শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই আজাদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক নাজমুল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইবিডব্লিউএফুু’র সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক ড. নূরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলিমুল এহসান চৌধুরী, যুবায়ের রকিব চৌধুরী, জামায়াত নেতা রেজাউল করিম তালুকদার, বদরুল আমিন শিহাব, ফরিদ উদ্দিন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ ডা. আফছার উদ্দিন, ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড সিবিএ সভাপতি শাহ আলম, বিএনপি নেতা শামসুর রহমান সামছু, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সূফি আলম সোহেল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, সহ-সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক আলী আসগর সোহাগ, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সভাপতি শামছু মিয়া, সাবেক পৌর কাউন্সিলর হাজি ছালেক মিয়া, ব্যবসায়ী সাদিক মিয়া তালুকদার, জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব নজমুল হোসেন, আলম উদ্দিন, আইবিডব্লিউ এফ’র পৌর শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।