• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক


সিলেট মহানগরের শাহপরাণ (রহ) থানা এলাকা থেকে ২০ হাজার ৬৭৮ কেজি চিনি সহ একটি চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস এলাকা থেকে এসব চিনি জব্দ করে শাহপরাণ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুরমা বাইপাস পয়েন্ট থেকে মুরাদপুর পয়েন্টে যাওয়ার সময় একটি ট্রাককে তল্লাশী চালিয়ে ৪২২ বস্তা চিনি সহ ১টি ট্রাক জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার মো. মানিক মিয়ার ছেলে শারুক (২৮), একই এলাকার মো. হায়দার আলীর ছেলে মো. ইমন হোসেন (১৯), সিলেটের গোয়াইনঘাট থানর মৃত আবরু মিয়ার ছেলে মো. আজির উদ্দিন (৫৪)।
জব্দ চিনির বাজার মূল্য ২৪ লক্ষ ৮১ হাজার ৩৬০ টাকা বলে জানায় পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ চিনি ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে মঙ্গলবার ৪৩০ বস্তা ভারতীয় চিনি সহ ৩ জনকের আটক করে পুলিশ। এ সময় দুই ট্রাক জব্দ করা হয়।