ওয়াল নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি হারান ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিসকে।
এর আগে ২০১৬ সালে প্রথমবার দেশটির প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। কিন্তু ২০২০ সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাকে। চার বছর পর আবারও মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প।
নির্বাচন হয়েছে গতকাল মঙ্গলবার। তবে তিনি কাল-পরশু, এক সপ্তাহ বা এক মাস পরও ক্ষমতা গ্রহণ করবেন না। প্রেসিডেন্টের দায়িত্ব পেতে তাকে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত।
ওইদিন আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এছাড়া ওইদিনই প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজে ওঠবেন। অপরদিকে হোয়াইজ হাউজ ছেড়ে চলে যাবেন জো বাইডেন।
শপথ গ্রহণের আগে ইলেক্টোরাল কলেজের প্রক্রিয়াটি শুরু হবে। জনসংখ্যার ভিত্তিতে রাখা ইলেক্টোরাল কলেজের মাধ্যমেই মুলত প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। যে প্রার্থী যে রাজ্যে সর্বোচ্চ ভোট পান তিনি ওই রাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোট পেয়ে থাকেন। আগামী ১৭ ডিসেম্বর বৈঠকের মাধ্যমে ইলেক্টোরাল কলেজ ভোটের বিষয়টি চূড়ান্ত করা হবে।
এরপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার নতুন সদস্যরা ২০২৫ সালের ৬ জানুয়ারি বৈঠকে বসবেন। সেখানে আনুষ্ঠানিকভাবে ইলেক্টোরাল কলেজ ভোট গণনা ও নতুন প্রেসিডেন্টের নাম চূড়ান্ত করা হবে।
সূত্র: বিবিসি
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com