• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিপাহী জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে জাসদ সিলেট জেলা ও মহানগরের আলোচনা সভা

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪
সিপাহী জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে জাসদ সিলেট জেলা ও মহানগরের আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি


ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) চৌহাট্টাস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ।

সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সংগঠক সঞ্জয় কান্ত দাস, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সদস্য ডা. হরিধন দাস, বাংলাদেশ জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সহ-সভাপতি লালমোহন দেব, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, মহানগর কমিটির সদস্য কামাল পাশা, জাতীয় শ্রমিক জোট সিলেট জেলার সাধারণ সম্পাদক প্রবীর চন্দ্র দে প্রমুখ।