• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রেকর্ড ব্রেক করে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হলেন ট্রাম্প

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪
রেকর্ড ব্রেক করে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক


২৭০ ইলেকটোরাল কলেজ অতিক্রম করে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।গতকাল মঙ্গলবারের নির্বাচনে জিতে তিনি হতে যাচ্ছেন সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট যার বয়স তাঁর বয়স এখন ৭৮ বছর।

এছাড়াও ডোনাল্ড ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হলেন যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন। এর বাইরেও তিনি ভেঙেছেন ১৩২ বছরের আরেকটি রেকর্ড। লাগাতার তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করে প্রথম ও তৃতীয় দফায় জেতা দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প।

এবারের নির্বাচনে ট্রাম্প ৬০ বছর বয়সী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়েছেন যিনি বর্তমানের ভাইস-প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে হারিয়েছিলেন আরেক নারী ডেমোক্রেট প্রার্থী হিলারী ক্লিনটনকে।

ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তব্যে বলেন, ‘আমেরিকার জনগণের জন্য এটি চমৎকার জয়। এটা আমাদের আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে।’

এটি আমেরিকার স্বর্ণযুগ হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ সময় মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তাঁর রানিং মেট জে ডি ভান্স।