ওয়াল নিউজ ডেস্ক
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের অপসারণ দাবি জানানো হয়েছে। এ দাবিতে গ্রামবাসীর রোববার এক বৈঠকে বসেন।
রাতে গ্রামের মুরব্বি মিয়াফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন জরিফ উল্লা, রোয়াব ক্বারী, বসর মিয়া, সুন্দর আলী, এরশাদ আলী, জিলু মিয়া, আব্দুল খালিক, সালা উদ্দীন মিটু, আরজদ খান, নুরুল হক, জুলফিকার আহমদ মনি, যুক্তরাজ্য প্রবাসী আওলাদ হোসেন, এলখাছ মিয়া, লিটন মিয়া, তেরা মিয়া, সুলেমান মিয়া, শামিম মিয়া, শাহিন মিয়া, আফরোজ আলী, বাবুল মিয়া, টিটু মিয়া, আফজল মিয়া প্রমুখ।
বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক মোশারফ হোসেন মুসার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছেন। নারী কেলেঙ্গাকারীর মতো গুরুত্বর অভিযোগও রয়েছে। এসব অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হলেও নেওয়া হয়নি কোন পদক্ষেপ। যেকারণে বহাল তবিয়তে কর্মস্থলে থেকে উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে কুটকৌশলের চালিয়ে যাচ্ছেন।