• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪
গোয়াইনঘাটে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটের গোয়াইনঘাটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৮ কোটি দুই লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি মঙ্গলবার গভীর রাতে গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
মঙ্গলবার দুপুরে এক বার্তায় অভিযানের সত্যতা নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় মেজর মো. নূরুল হুদা, উপ-অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় শাড়ী-২ ৯০৭ পিস, কাশ্মীরি শাল-১ ১৬২ পিস, থ্রী পিস ৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড়-১২ ৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড়-১ ১৬০ মিটার, মকমলের সোভার কভার ১৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম-৪৪ ৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ-১, ৬৬৯ পিস, জনসন বেবী লোশন ৬১২ পিস, ব্রিকস চকলেট-২ ৬২৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট-১৩ ২৬০ পিস এবং অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। এসবের বাজার মূল্য ৮ কোটি ২ লক্ষ ৩১ হাজার ১৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাই মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।