• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাবার হত্যাকারী সন্দেহে করিবাজকে গলা কেটে হত্যা

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪
বাবার হত্যাকারী সন্দেহে করিবাজকে গলা কেটে হত্যা

ওয়াল নিউজ ডেস্ক


বাবার হত্যাকারী সন্দেহে কবিরাজ শনিচরণ সাঁওতাল অজিতকে গলা কেটে হত্যা করেছেন দীপক ভৌমিজ নামের এক তরুণ। হত্যাকাণ্ডে জড়িত দীপককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ আলামত জব্দ করেছে পুলিশ।
রোববার দুপুরে চুনারুঘাট থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার।
তিনি বলেন, ১২ অক্টোবর উপজেলার দেউন্দি চা-বাগানের ফুলছড়ি টিলায় শনিচরণ সাঁওতাল ওরফে অজিতকে (৪৫) গলা কেটে হত্যার পর ধান খেতে মরদেহ ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের ভাই অনিল সাওতাল থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে তথ্যপ্রযুক্তির সহায়তায় নকুল ভৌমিজের ছেলে দীপককে র‌্যাবের সহযোগিতায় শনিবার রাতে মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দীপক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, অজিত কবিরাজ (তান্ত্রিক) ছিলেন। তার সঙ্গে নকুল ভৌমিজের পূর্ববিরোধ ছিল। কয়েক বছর আগে নকুল ভৌমিজ মারা যান। তখন থেকে বাবার মৃত্যুর জন্য অজিতকে দায়ী করে আসছিলেন দীপক। ১২ অক্টোবর রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন অজিত। এ সময় পথে তাকে থামান এবং বিরোধের বিষয়ে কথা বলেন দীপক। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় দীপক উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে মরদেহ ধান খেতে ফেলে রাখেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন রায়।