ওয়াল নিউজ ডেস্ক
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি যে সংস্করণই হোক, বাংলাদেশ দলের টপ অর্ডারের ব্যর্থতা নিয়মিত এক দৃশ্য। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ কোনোভাবেই ব্যর্থতার এই বৃত্ত ভাঙা যাচ্ছে না। আসন্ন আফগানিস্তান সিরিজ বাংলাদেশ দলের টপ অর্ডারের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তার ওপর দলে নেই অভিজ্ঞ লিটন কুমার দাস।
লিটন না থাকায় এই সফরে সুযোগ পেয়েছেন একটি ওয়ানডের অভিজ্ঞতাসম্পন্ন জাকির হাসান। দ্বিতীয় বহরে রবিবার শারজায় যাওয়ার আগে মিরপুরে টপ অর্ডারের ছন্দহীনতা স্বীকার করে জাকির বলেছেন, ‘এটা সত্যি যে আমরা ভালো শুরু এনে দিতে পারছি না। টেস্টে যেমন কয়েকটা ম্যাচেই আমরা ওপেনাররা ভালো করতে পারিনি। এ জন্য আমরা ভুগেছি।’
ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন জানিয়ে জাকির যোগ করেন, ‘খুব দ্রুত সিরিজগুলো আসছে। আমরা সবাই চেষ্টা করছি ভুলগুলো কোথায় তা খুঁজে বের করার। সেগুলো কাটিয়ে উঠে প্রতি সিরিজে টপ অর্ডার থেকে দলকে ভালো রান এনে দেওয়ার চেষ্টা থাকবে, যেন মিডল অর্ডারের কাজ আরেকটু সহজ হয়।’ শারজায় খেলার অভিজ্ঞতা না থাকলেও এই বাঁহাতি ওপেনারের আশা ভালো একটি সিরিজ হবে, ‘চ্যালেঞ্জ অবশ্যই আছে। কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আমি যতটুকু জানি শারজার উইকেট খুব ভালো হয়।’ ভিসা পেতে দেরি হওয়ায় রবিবার জাকিরদের সঙ্গে যেতে না পারা নাহিদ রানা ও নাসুম আহমেদ সোমবার শারজায় যাবেন।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com