নিজস্ব প্রতিবেদক
গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আনুমানিক ১ লক্ষ ঘনফুট পাথর ও ০৮টি পাথর ভাঙ্গার মেশিন জব্দ করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র একটি প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল রোববার (৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধীনস্থ বিছনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৩/এমপি হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির আহ্বানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে প্রশাসন, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে বিছনাকান্দি এবং আনফরভাংগা এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
এই টাস্কফোর্স অভিযানে আনুমানিক ১ লক্ষ ২শত ঘনফুট পাথর এবং ০৮ টি পাথর ভাঙ্গার মেশিন জব্দ করা হয়।
জব্দকৃত ৪৫ হাজার ঘনফুট পাথর ও ৮ টি ভাঙ্গার মেশিন স্থানীয় ইউপি সদস্য মো. জালাল উদ্দিনের এবং ৫৫ হাজার ২শত ঘনফুট পাথর ইউপি সদস্য মো. পাবলু মিয়ার জিম্মায় রাখা হয়েছে।