নোহান আরেফিন নেওয়াজ
৬ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ করেছে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট (এসটিআই)-এর শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টায় শান্তিগঞ্জস্থ প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ এই যাত্রা করেন শিক্ষার্থীরা।
এসময় ‘তুমি কে, আমি কে? বাংলা বাংলা। কে বলেছে কে বলেছে, বিএসসি বিএসসি, ‘বিশ্ব সেরা শিক্ষা, কারিগরি শিক্ষা’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ এসব শ্লোগান দেন তারা। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী হান্না বেগম, শান্ত রায় ও ওবায়দুর রহমান দিপু। তাঁরা বলেন, ‘আমরা ছয়টি যৌক্তিক দাবি নিয়ে মাঠে আন্দোলন করছি। শুধুমাত্র সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটই নয়, সারা দেশের ১৫টি টেক্সটাইল ইন্সটিটিউট ও ৪১টি ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছে। আমাদের দাবিগুলো হচ্ছে- শিক্ষার মান বজায় রেখে বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রাধীন সকল প্রতিষ্ঠানের জন্য সমন্বিত নিয়োগবিধি কার্যকর করতে হবে। উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারিত করতে হবে। বর্তমানে প্রতি বছর যে পরিমাণ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা পাশ করে বের হয়, তাদের বিপরীতে বিএসসির আসন সংখ্যা অতি নগন্য, এখানে আসন সংখ্যাও বৃদ্ধি করতে হবে।
শিক্ষক সংকট দূর করা প্রসঙ্গে তারা বলেন, টেক্সটাইল বিষয়ে কারিগরি শিক্ষা অর্জনকারী যোগ্য শিক্ষক নিয়োগ প্রদান করে শিক্ষক সংকট দূর করতে হবে। বস্ত্র ক্যাডার বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত পিএসসির মাধ্যমে বিষয় ভিত্তিক পরীক্ষা গ্রহণ করে শিক্ষকতা পেশায় মনেপ্রাণে আগ্রহী এবং দক্ষ শিক্ষকদের নিয়োগ দিতে হবে। সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সাথে ইনস্টিটিউটসমূহের শিক্ষাব্যবস্থায় সমন্বয় করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা পালন করতে হবে। ডিপ্লোমা কোর্স স্ট্রাকচার অনুযায়ী ব্যবহারিক ক্লাসগুলো সঠিকভাবে নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে এবং অতি দ্রুতই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের বাইরের উচ্চপদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দূর্নীতিগ্রস্ত শিক্ষক এবং কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাবো।’
শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই দাবিতে চলতি বছরের ৩০ নভেম্বর বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি মানববন্ধন করেছিলেন তারা।
ভিডিও লিংক: https://www.facebook.com/share/v/14JSym1cfz/
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com