• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট বিমানবন্দর বাইপাসে ব্রিজের নিচ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪
সিলেট বিমানবন্দর বাইপাসে ব্রিজের নিচ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটে আমীর আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বিমানবন্দর এলাকার বাইপাস পয়েন্টের পাশের ব্রীজের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের পীরের গাওঁ গ্রামের মৃত তাহির আলী পুত্র। তিনি মালনীছড়া চা বাগানের কর্মচারী ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন। এটি হত্যাকান্ড নাকি অন্য কিছু অন্য তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহত আমীর আলীর ছেলে বাচ্চু মিয়া বলেন, আমার বাবা হাই প্রেসারের রোগী, আবার দুই বার স্টোক করেছেন। আমি ধারণা করছি তিনি স্টোক ও হাই প্রেসারের কারণে আমার বাবার মৃত্যু হতে পারে। আমরা চাচ্ছি আমার বাবার লাশ পোস্টমর্টেম ছাড়া নিতে চাই।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমীর আলী নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। নিহত পরিবারের পক্ষ থেকে পোস্টমর্টেম ছাড়া নিতে চায়। আমি বিষয়টি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকের সাথে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।