নিজস্ব প্রতিবেদক
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্সের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে নগরীর ওসমানী মেডিকেল কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি মুদি দোকান ও একটি পোল্ট্রি ফার্মকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের (মেট্রো) সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের (মেট্রো) সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, 'নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।'
অভিযানে অনিয়মের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে ভোক্তা অধিদপ্তরের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com