• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জ ও ছাতকে সড়ক দুর্ঘটনা দুইজন নিহত, আহত ৫

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪
হবিগঞ্জ ও ছাতকে সড়ক দুর্ঘটনা দুইজন নিহত, আহত ৫

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের ছাতক ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৫ জন। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলার শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী ও একজন ট্রাকের হেলপার। মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রনি মিয়া (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে।
সংঘর্ষের সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাপুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজয়নগর থেকে রনি মিয়া চুনারুঘাট তার বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে থানার সামনে একটি গাড়ির চাপায় তিনি মারা যান।
অপরদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের পানিউমদা বাজারে একটি লরির পেছনে ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। তাৎক্ষনিক তার পরিচয় জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লরির ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
এদিকে আমাদের ছাতক প্রতিনিধি জানান, সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে সিলেট- সুনামগঞ্জ সড়কের বুড়াইরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, একটি সবজি ভর্তি সিএনজিচালিত অটোরিকশাকে পিছন থেকে সিলেটগামী একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা যাত্রী আখলাক আহমদ মাছুমসহ বাস এবং সিএনজি অটোরিকশার ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি চালিত অটোরিকশাটি ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে গেছে।
এব্যাপারে ছাতক হাইওয়ে পুলিশের ওসি সেলিম আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।