• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলবে : ঘোষণা শিক্ষার্থীদের

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলবে : ঘোষণা শিক্ষার্থীদের

ওয়াল নিউজ ডেস্ক


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানালেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে আলোচনা শেষে এসব কথা জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘ আলোচনার পর আমাদের যৌক্তিক দাবি আদায়ের সময় চাওয়া হচ্ছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবি নাম মানা পর্যন্ত আমরা আন্দোলন করবো। আমরা সব একাডেমিক কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক জানান, ৩০ সদস্যের শিক্ষার্থী দলের সাথে দীর্ঘ আলোচনায় আমরা তাদের দাবিগুলো শুনেছি। তাদের দাবি বাস্তবায়নে ভাইস চ্যান্সেলর সময় চেয়েছিলেন। তবে শিক্ষার্থীরা তা মানছেন না।
এর আগে বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে বিক্ষোভ ও মিছিল করে শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা।
রবিবার ৭ দফা দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষকদের পক্ষ থেকে কয়েকবার তাদের সাথে আলোচনার চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি।
বৃহস্পতিবার নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের টানানো দুইটি ব্যানার ছিড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কিছু বহিরাগত এতে যোগ দেয় বলে অভিযোগ আছে। এতে প্রক্টোরসহ মোট ১০ জন আহত হন। এর পর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীর।