ওয়াল নিউজ ডেস্ক
সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে দুই ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ও সোমবার তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি জানান, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহতাব উদ্দিন জেবুলকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রবিবার বেলা ১টার দিকে লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহতাব উদ্দিন জেবুল লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামের বাসিন্দা।
জানা যায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের ছানি হত্যা মামলার ১৮নং এজাহারভুক্ত আসামি মাহতাব উদ্দিন জেবুল। এছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও কয়েকটি মামলা রয়েছে।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের জেবুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে র্যাব-৯ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। এরপর সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হয়।
আমাদের দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম সায়েস্তাকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বাহিনীর একটি টিম সোমবার দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
সায়েস্তা মোগলাবাজার ইউনিয়নের নৈখাই (কুতুবপুর) গ্রামের ইসহাক আলীর ছেলে। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
র্যাব জানায়, সায়েস্তার বিরুদ্ধে সিলেটের দক্ষিণ সুরমা থানায় নাশকতা মামলা (এফআইআর নং-০৫/১৩৮, ২৩ আগস্ট- ২০২৪, ধারা. ১৪৩ /১৪৭ /১৪৯ /৩২৪/ ৩২৬/৩০৭/৩০২/৩৪) রয়েছে। ছাত্র-আন্দোলনের সময় জনতার উপর হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
আমাদের লাখাই প্রতিনিধি জানান, লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার পুলিশ রবিবার ভোরে অভিযান চালিয়ে করাব গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা ছাদেকুর রহমান(২৮) ও রাঢ়িশাল গ্রামের ফরিদ মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা আমিন ইসলাম জুয়েল প্রকাশ নুরুল ইসলাম (২৯)কে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী বলেন, লাখাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির ২ সদস্যের নামে হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হবিগঞ্জ সদর থানায় ছাত্রলীগের ওই ২ সদস্যকে হস্তান্তর করা হয়েছে।
আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার মধ্যরাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামাদ ওই গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত সামাদ সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। র্যাব’র একটি টিম সোমবার বেলা আড়াইটার দিকে সিলেট মহানগরের কিন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। উজ্জল ওসমানীনগর উপজেলার বড় হাজিপুর গ্রামের হাসিম উল্লাহর ছেলে।
উজ্জলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল। তিনি জানান- সিলেট কোতোয়ালি থানায় উজ্জলের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা (এফআইআর নং-৩২/৪৩১, তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারা. ১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৫ /৩২৬ /৩০৭/১০৯/১১৪/৩৪) রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com