ওয়াল নিউজ ডেস্ক
বিএনপির যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় দপ্তর। রবিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কয়ছর এম আহমেদ।
জানা গেছে, কয়েকদিন আগে তার নিজ এলাকা সুনামগঞ্জে মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়েছে। এর আগে দীর্ঘ এক যুগ পর ২০ অক্টোবর দেশে ফেরেন কয়ছর এম আহমদ।
৮ সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু বিএনপি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণের সমস্যা হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, সব সাংগঠনিক জেলা ও মহানগর এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
সেই হিসেবে দলীয় শৃঙ্খলা ও নির্দেশ অমান্য করে শোকজ হলেন যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছর। এ বিষয়ে জানতে কয়ছর আহমেদের সাথে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, শিগগিরই শোকজের জবাব দেবো।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com