• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক কারাগারে

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪
জগন্নাথপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক কারাগারে

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ রবিবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তরুণ শাহিন মিয়া (১৯) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে।
জানা যায়, শাহিন মিয়ার সঙ্গে ওই তরুণীর এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। ১৫ সেপ্টেম্বর শাহিন ওই তরুণীকে তার বাড়িতে নিয়ে যায় এবং বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পরদিন শাহিন ওই তরুণীকে বিয়ে না করে পালিয়ে যায়। খবর পেয়ে ওই তরুণীর বাবা এলাকাবাসীর সহযোগিতা তার মেয়েকে শাহিনের বাড়ি থেকে উদ্ধার করেন। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর ওই তরুণীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় শাহিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
এব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, মামলার দায়েরের পর থেকে শাহিন পলাতক ছিল। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।