ওয়াল নিউজ ডেস্ক
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। এর মধ্যে ১৪ জন ইন্টার্ন চিকিৎসক (শিক্ষানবিশ) রয়েছেন। এ ছাড়া ১১ জন শিক্ষার্থী ক্ষমা চেয়ে মুচলেখা দিয়েছেন। তাদের কর্তৃপক্ষ ক্ষমা করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
কলেজ ছাত্রাবাসে অবৈধ প্রবেশ, কক্ষ দখল, মারধর ও নিষিদ্ধ থাকার পরও রাজনীতিতে যুক্ত থাকাসহ বিভিন্ন কারণে গতকাল রবিবার একাডেমিক কাউন্সিলের সভায় ৭৫ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ করা হয়।
জানতে চাইলে চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসীম উদ্দিন সোমবার বিকেলে গণমাধ্যমকে বলেন, গত জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনকালে ক্যাম্পাসে বিশৃঙ্খলার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ৭৫ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে এমবিবিএস ও বিডিএসর বিভিন্ন বর্ষের শিক্ষার্থী রয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে ১৪ জন ইন্টার্ন চিকিৎসক আছেন। ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শাস্তি দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীরা কলেজে শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার পাশাপাশি ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না।