• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ওসমানী বিমানবন্দরে আটকের পর পরিবারের জিম্মায় ব্রিটিশ নাগরিক

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪
ওসমানী বিমানবন্দরে আটকের পর পরিবারের জিম্মায় ব্রিটিশ নাগরিক

ওয়াল নিউজ ডেস্ক


বিমানের পাইলট ও ক্রু-দের সঙ্গে অসদাচরণের অভিযোগে আটক করার পর ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ। সোমবার তাকে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তরের পর অসুস্থতার বিষয়টি বিবেচনা করে ব্রিটিশ নাগরিককে সন্ধ্যার দিকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে বাংলাদেশ বিমানের কেবিন ক্রু-দের শারীরিকভাবে লাঞ্ছিত ও বিমানের পাইলটের সঙ্গে অসদাচরণের অভিযোগে আটক ফয়েজ আহমদ নামের ওই ব্রিটিশ নাগরিককে আটক করে পুলিশে দেওয়া হয়।
সিলেট ওসমানী বিমানবন্দর থানার ওসি আনিসুর রহমান জানান, ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমদ পুলিশকে জানান, তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। বেশ কয়েকবার ক্রু-দের কাছে খাবার চেয়ে না পেয়ে তিনি অসুস্থবোধ করেন এবং একটু উচ্চস্বরে কথা বলেন। এ সময় ক্রু-দের সঙ্গে তার খানিক ধস্তাধস্তিও হয়। পরে বিমান থেকে নামার পর তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় চার জন ক্রু চারটি জিডি করেছেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বিমানে যাত্রী, ক্রু এমনকি পাইলটের সঙ্গে অসদাচরণ করায় ওই ব্রিটিশ নাগরিককে আটক করা হয়। তিনি বিমানের কেবিন ক্রু-দের ওপর হাত তুলেছেন।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইএ ২০৮ নং ফ্লাইটের যাত্রী বাংলাদেশি বংশো™ূ¢ত ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমেদ খান যাত্রাকালে বিমানে অন্য যাত্রীদের সঙ্গে অসদাচরণ করছিলেন। যাত্রীরা বিষয়টি কেবিন ক্রু-দের অবহিত করলে ফয়েজ আহমেদ ক্রুদের সঙ্গেও খারাপ আচরণ করেন। এমনটি বিমানের কেবিন ক্রু-দের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিমানের পাইলটও তার অসদাচরণের শিকার হন। বেলা ১টা ৫ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিভিল অ্যাভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ওই যাত্রীকে আটক করে রাখা হয়। পরে তাকে বিমানবন্দর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।