• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ওসমানীনগরে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৪

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪
ওসমানীনগরে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক


অবৈধ পথে ভারত থেকে আসা ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। সোমবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার থানার সামনে চেকপোস্ট বসালে সেখান থেকে ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় অবৈধ ভারতীয় চিনি পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ ও চোরাচালানে জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়েছে।

জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ ৮০ হাজার টাকা। এই ঘটনায় মঙ্গলবার ওসমানীনগর থানার এস.আই শফিকুল ইসলাম বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের থেকে ট্রাক যোগে সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার থানার সামনে চেকপোস্ট বসায় এস,আই শফিকুল ইসলামসহ একদল পুলিশ। ট্রাকাটি ওই স্থানে পৌঁছলে সেখানে তল্লাশী করে ২৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

এ সময় মোতালেব মন্ডল (৩০), বিপ্লব হাসান (২০), আমিনুল ইসলাম (২৮) ও স্বরজিতমোহন চন্দ্র ওরফে রিপনকে (৪০) আটক করে পুলিশ।

২৮০ বস্তা চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া বলেন, ‘চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।’