• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হ্যান্ডকাপসহ যুবলীগ নেতার পলায়ন : ১৫০ জনের নামে পুলিশ এসল্ট মামলা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪
হ্যান্ডকাপসহ যুবলীগ নেতার পলায়ন : ১৫০ জনের নামে পুলিশ এসল্ট মামলা

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা সাইকুলকে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ঘটনায় ১৫০ জনকে আসামি করে পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিশ^ম্ভরপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
এদিকে, হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া সাইকুল এখনো অধরাই রয়েছে গেছে।
শনিবার দায়ের করা মামলায় সাইকুল ইসলামকে প্রধান আসামি করে ৩৪ জনের নামউল্লেখসহ ১৫০ জনকে আসামি করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ জানায়, চোরাকারবারি, মাদক ও মারামারির মামলার আসামি বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সদস্য ও অব্যাহতিপ্রাপ্ত সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ্জুত আলীর ছেলে সাইকুলকে বৃহস্পতিবার রাত ৯টায় পুলিশ সীমান্তের শিলডুয়ারের চান্দের বাজার থেকে গ্রেপ্তার করে হাতে হ্যান্ডকাপ পড়ায়। পরে সিএনজি অটোরিকশাযোগে থানায় নিয়ে যাওয়ার সময় চান্দেরবাজার এলাকায় পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নেওয়া হয়।
হামলায় এক থেকে দেড়শ মানুষ জড়িত ছিলেন বলে জানান সাইকুলকে গ্রেপ্তারকারি থানার এসআই নবী হোসেন।
জেলা পুলিশ আরও জানায়, সাইকুলের বিরুদ্ধে চোরাকারবারি, মাদক ও মারামারির অভিযোগে মামলা রয়েছে।
গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পড়িয়ে থানায় নিয়ে আসার সময় পুলিশের উপর হামলা হলে হ্যান্ডকাপসহ সাইকুলকে ছিনিয়ে নেয়া হয়।
এ ঘটনায় থানার এসআই নবী হোসেন বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।