• ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪
গোলাপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক


গোলাপগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। সোমবার (২৮ অক্টোবর) সকালে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন দাঁড়িপাতন চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৬ হাজার ১৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা (সিনিয়র এএসপি) মশিহুর রহমান সোহেল।

আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ থানার পিরেরচর এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মাখন মিয়া (৪৫) এবং সিলেটের জকিগঞ্জ থানার গুটারগ্রাম এলাকার মৃত মোতাহের আলীর সাবুল আহমদ (৪০)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেটের একটি আভিযানিক দল সোমবার আনুমানিক সকাল ০৯:৩৫ ঘটিকায় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন দাঁড়িপাতন চত্বর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬১৬০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।